রোববার (৪ আগস্ট) সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে ও সন্দেহের বশে অযথা রক্ত পরীক্ষা না করে, চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা ও রক্ত পরীক্ষা করা হচ্ছে। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা।
ডেঙ্গু সংক্রান্ত ভোগান্তি নিরসনে ‘মিনিস্টার মনিটরিং সেল’ গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য সংগ্রহ ও অভিযোগ জানানোর হটলাইন: ০১৩১৪-৭৬৬০৬৯/০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭ ও ই-মেইল [email protected] চালু করা হয়েছে।
রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাংলাদেশ স্কাউটস প্রধান কার্যালয়ে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ০১-৫৮৩১২৪৭৪ নম্বরে ফোন করে রক্ত সরবরাহ সংক্রান্ত তথ্য জানা যাবে।
ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট হলে ওষুধ প্রশাসন অধিদফতরের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭০৮৫০৬০৪৭-এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দেশব্যাপী চলছে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। এছাড়া, বাতিল করা হয়েছে সব সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সের ছুটিও।
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি
স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যমতে, রোববার (৪ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন।
সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭ হাজার ৩৯৮ জন। এতে মারা গেছেন ১৮ জন।
গত ১ জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে ফিরে গেছেন ১৭ হাজার ৩৮৮ জন।
ঢাকার ৩৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৯৬৯ জন ও ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি মোট রোগীর সংখ্যা ২ হাজার ৪২৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৮৭০ জন।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমআইএইচ/একে