ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু: দুই হাসপাতালে ৩০০ বেড বৃদ্ধি, প্রস্তুত আরও ২০০০

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ডেঙ্গু: দুই হাসপাতালে ৩০০ বেড বৃদ্ধি, প্রস্তুত আরও ২০০০ ডেঙ্গুর বাহক এডিস মশা। ছবি: সংগৃহীত

ঢাকা: ডেঙ্গু জ্বরের অব্যাহত চিকিৎসা নিশ্চিত করতে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ২০০ ও মিটফোর্ড হাসপাতালে ১০০টি বেড বাড়িয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক হাজার, সোহরাওয়ার্দী হাসপাতালে এক হাজারসহ শিশু হাসপাতালেও নতুন কিছু নতুন বেড প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (৪ আগস্ট) সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে ও সন্দেহের বশে অযথা রক্ত পরীক্ষা না করে, চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা ও রক্ত পরীক্ষা করা হচ্ছে। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা।

ডেঙ্গু সংক্রান্ত ভোগান্তি নিরসনে ‘মিনিস্টার মনিটরিং সেল’ গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য সংগ্রহ ও অভিযোগ জানানোর হটলাইন: ০১৩১৪-৭৬৬০৬৯/০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭ ও ই-মেইল [email protected] চালু করা হয়েছে।

রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহে বাংলাদেশ স্কাউটস প্রধান কার্যালয়ে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ০১-৫৮৩১২৪৭৪ নম্বরে ফোন করে রক্ত সরবরাহ সংক্রান্ত তথ্য জানা যাবে।

ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট হলে ওষুধ প্রশাসন অধিদফতরের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭০৮৫০৬০৪৭-এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে দেশব্যাপী চলছে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে। এছাড়া, বাতিল করা হয়েছে সব সরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সের ছুটিও।

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি
স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যমতে, রোববার (৪ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন।

সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭ হাজার ৩৯৮ জন। এতে মারা গেছেন ১৮ জন।

গত ১ জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে ফিরে গেছেন ১৭ হাজার ৩৮৮ জন।

ঢাকার ৩৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৯৬৯ জন ও ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি মোট রোগীর সংখ্যা ২ হাজার ৪২৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৮৭০ জন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।