মঙ্গলবার (৬ আগস্ট) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবর রহমান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক (ডিজি) আমিনুল ইসলাম, জেলার সিভিল সার্জন ডা. গওসুল আজম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, সমাবেশ উপস্থিত শিক্ষকদের ডেঙ্গু, গুজব ও বাল্যবিয়ে নিয়ে নানা ভাবে কাজ করার সুযোগ রয়েছে। আপনারা শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়গুলো সম্পর্কে ভালো ভাবে সচেতন করতে পারেন। শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের নিজ নিজ এলাকার মানুষকে ডেঙ্গু-গুজব-বাল্যবিয়ে সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে পারবেন। তাই এক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান এমপি হাবিবর।
সভাপতির বক্তব্যে জেলার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা বলেন, গুজবে বিভ্রান্ত হবেন না। গুজবে বিভ্রান্ত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সমাবেশ থেকে ডেঙ্গুজ্বর ও নানা ধরনের গুজবের ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন এসপি আলী আশরাফ।
দিনব্যাপী এ শিক্ষক সমাবেশ জেলার ১২টি উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমবিএইচ/আরআইএস/