মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত রবিউল রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার নুরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়- রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার রবিউল ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ জুলাই দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি হয়। এর পরে দীর্ঘ আট দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে মারা যায়।
আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পরিচালক ডক্টর খায়রুল কবির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিউলের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
আরএ