স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠি পৌর এলাকার বিশ্বরোড (সমাজসেবা কার্যালয়ের সামনে) থেকে ডায়াবেটিস হাসপাতালের সংযোগ সড়কে আরসিসি ঢালাই কাজ চলছে।
প্রায় এক কিলোমিটার ওই সড়কের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি।
ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, রাস্তার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কিন্তু সেখানে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের বিষয়ে পৌরসভা আমাদের কোনো নোটিশ বা লিখিত কোনো আবেদন দেয়নি। এ কারণে যথাসময়ে অপসারণ করা সম্ভব হয়নি।
এদিকে, ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ বাংলানিউজকে জানান, রাস্তার কাজ পাশ হওয়ার পরেই বিদ্যুৎ বিভাগকে লিখিত ভাবে বিষয়টি জানানো হয়েছে। তারা আমাদের চিঠিকে গুরুত্ব দেয়নি। ওই সময়ে গুরুত্ব দিয়ে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা উচিত ছিল।
বিদ্যুৎ বিভাগের সঙ্গে আবারও কথা হয়েছে তারা বৈদ্যুতিক খুঁটি অপসারণে শিগগিরই কার্যকরী ভূমিকা নেবেন বলেও জানান প্রকৌশলী আবু হানিফ।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএস/আরআইএস/