রাজশাহী: রাজশাহী মহানগরের কোর্টস্টেশন এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন আরোহী হলেন- মহানগরের পূর্ব রায়পাড়ার বাহাদুরের ছেলে সাগর (২৮), গুড়িপাড়ার মৃত মিঠুর ছেলে রকি (২৫) ও মাফিজুলের ছেলে নাফিজুল (১৬)।
মহানগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আলী আরিফ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তিন মোটরসাইকেল আরোহী কোর্টস্টেশন এলাকার দিকে যাচ্ছিলেন।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রকি ও নাফিজুল এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর সাগরের মৃত্যু হয়। ময়নাতদন্তের মরদেহগুলো রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময় : ২০২৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসএস/আরবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।