যুব সমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সে বিষয়টি মাথায় রেখেই জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
যদিও এরইমধ্যে ঝালকাঠি পৌর মিনিপার্ক, ডিসি পার্ক এবং শিল্পকলা একাডেমি চত্বরে ঝটিকা অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার (৫ আগস্ট) দিনগত রাতের সেই ঝটিকা অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন। এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আটক করা হয়। আবার সেই রাতেই এসপি ফাতিহার নেতৃত্বে অভিযান চালানো হয় জেলার গাবখান সেতুতে। এ সময় সেখান থেকেও স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী আটক করা হয়।
একই সঙ্গে প্রয়োজনীয় কাগজ না থাকায় বেশকিছু মোটরযানের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং কোনো কাগজ না থাকায় সেখান থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। পরে তিন স্থান থেকে আটক ২৬ যুবককে অভিভাবকদের মুচলেকা নিয়ে রাতেই থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বাংলানিউজকে বলেন, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা রাতে পার্কে আড্ডা দিতে পারবে না। লেখাপড়ায় ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুব সমাজ ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সে বিষয়টি মাথায় রেখেই পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ঝালকাঠিতে যাতে কোনো গ্যাং লিডার সৃষ্টি হতে না পারে সেদিকেও পুলিশের কড়া নজরদারী রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএস/আরআইএস/