মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (০৫ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার নন্দনপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রেজাউল করিম ওই গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মিয়ার ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দনপট্টি গ্রামের নিজ বাড়ি থেকে রেজাউল করিম হাবুলকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে বিভিন্ন কর্মকর্তাদের নামে বানানো ৯০টি সিলমোহর, জাল দলিল, পরচা ও ল্যাপটপ জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে রেজাউল করিম।
এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে রেজাউলকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এমএস/ওএইচ/