টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে রাস্তার পাশের জমি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আটিয়া ইউনিয়নের ভুড়ভুরিয়া বাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভুইয়া বাংলানিউজকে জানান, স্থানীয়রা বিকেলের দিকে মরদেহটি রাস্তার পাশের জমিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ৫ থেকে ৭ দিন আগে ওই যুবককে হত্যার পর ফেলে রেখে যায়।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।