ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

'আর নয় হিরোশিমা-নাগাসাকি আর নয় যুদ্ধ'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
'আর নয় হিরোশিমা-নাগাসাকি আর নয় যুদ্ধ' হিরোশিমা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

ঢাকা: 'আর নয় হিরোশিমা-নাগাসাকি আর নয় যুদ্ধ' এই প্রতিপাদ্য সামনে রেখে এবারের হিরোশিমা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শিল্পকলা একাডেমি ও জাপান দূতাবাসের আয়োজনে হিরোশিমা দিবস পালন করা হয়।

হিরোশিমা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অবস্থিত জাপান দূতাবাসের রাষ্ট্রদূত এইচ ই হিরোইয়াজু ইজুমি।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যজন লাকী ইনাম। সভাটি পরিচালনা করেন স্বপ্নদল নাট্যদলের প্রতিষ্ঠাতা জাহিদ রিপন।

হিরোশিমা ও নাগাসাকিতে নিহত-আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ বলেন, জাপানিরা অত্যন্ত নম্র ও ভদ্র জাতি। তাদের খাওয়া-দাওয়া বসা ও আপ্যায়নেও আলাদা একটা শিল্প আছে। বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু জাপান। ৬ আগস্ট হিরোশিমায় ও তিনদিন পরে নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে লাখ লাখ মানুষ হত্যা করা হয়। আমি হিরোশিমা ও নাগাসাকিতে নিহত এবং আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

জাপানের রাষ্ট্রদূত এইচ ই হিরোইয়াজু ইজুমি বলেন, আমি হিরোশিমায় জন্মগ্রহণ করেছি ও বড় হয়েছি। আমি হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক বোমার ভয়াবহতার কথা শুনে বড় হয়েছি। এমন ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে আমি সেই প্রতিজ্ঞা করেছি।  

আলোচনা সভা শেষে স্বপ্নদল হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা বিষয়ে নাটক 'ত্রিংশ শতাব্দী' পরিবেশন করেন। দিবসটি উপলক্ষে থিয়েটার হলের বাইরে আলোকচিত্র প্রদর্শনীও করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।