ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গড়াই নদী থেকে ফিরোজ বাহিনীর প্রধানের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
গড়াই নদী থেকে ফিরোজ বাহিনীর প্রধানের মরদেহ উদ্ধার

রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালীর সাওরাইল ইউনিয়নের গড়াই নদীর চর থেকে চরমপন্থি ফিরোজ বাহিনীর প্রধান ফিরোজ জোয়াদ্দারের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ আগস্ট) সকালে গড়াই নদীর আলমডাঙ্গা চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলে ফিরোজকে হত্যা করা হয়ে থাকতে পারে।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।