বুধবার (৭ আগস্ট) ভোর রাতে তাদের আটক করা হয়। আটক যুবকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবজায়গীর চিকনীদহ গ্রামের এবরান আলীর ছেলে সুজন আলী (২৮) ও একই গ্রামের আয়নাল হকের ছেলে সাদিকুল ইসলাম (২৭)।
জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা উপজেলার চৌবারিয়া হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরএ