মঙ্গলবার (৬ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রেশমা খাতুন একই গ্রামের মৃত মো. ইব্রাহিম গাজীর মেয়ে ও সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মচারী।
স্থানীয়রা জানান, রেশমা সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে কাজ শেষে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন। পথে সাবেক স্বামী মাহমুদপুর গ্রামের মো. জালাল মোড়লের ছেলে বিল্পব হোসেন তার পথ রোধ করেন। এসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে রেশমার শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয় বিপ্লব। রেশমার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে বিপ্লব পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত রেশমাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিপ্লবকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরএ