বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রিনা বেগম ওই গ্রামের হামজা মিয়ার স্ত্রী।
পরবর্তীতে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, নিহত রিনা স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়া করে আসছিল। রিনার স্বামী এই ঘটনা জানতে পেরে তাকে পরকীয়া করতে নিষেধ করে এবং মারধরও করে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে স্বামী ঘরের বাইরে গেলে সবার অজান্তে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। রিনা বেগম ও তার স্বামী হামজা মিয়ার বিবাহিত জীবন ১৫ বছরের। তাদের একটি মেয়ে সন্তানও রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসএ/