আশাপাশে সুবিধা মতো পানি না পেয়ে বিকল্প ব্যবস্থা হাতে নিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পাশের বহুতল ভবনের রিজার্ভ ট্যাংকিতে পানির পাইপ লাগিয়ে মেশিনের মাধ্যমে ঘটনাস্থলে আনার চেষ্টা করছেন।
এদিকে, আগুন তার নিজস্ব গতিতে জ্বলছে। ক্রমেই বাড়ছে এর গতি। এ নিয়ে প্রতক্ষ্যদর্শীরা বলছেন, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পুরো বস্তি। মনে করা হচ্ছে, পোড়ার মতো সব ছাই হয়ে গেলেই তবে আগুন নিভতে পারে। ইতোমধ্যে আনেকাংশ পুড়েও গেছে। এছাড়া আগুন নেভার সম্ভাবনা কম। যদিও ফায়ার সার্ভিসের ২০ ইউনিট প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে মিরপুর-৭ নম্বর সেকশনের রূপনগর থানাধীন চলন্তিকা মোড় এলাকার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ১২ ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতায় তা একে একে বেড়ে ২০ ইউনিটে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণও। এছাড়া কেউ আটকা পড়েছেন কি-না, সেটাও এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন>> মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
টিএ