শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদ।
বাংলানিউজকে ইউএনও ফিরোজ মাহমুদ বলেন, ওই মহাসড়কে দিয়ে চলাচলরত নীলাচল, সেলফি, হিমাচল, শুভযাত্রা লাক্সারিসহ মোট ২৫টি বাস মালিক ও চালককে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ শেষে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ ওই মহাসড়ক দিয়ে ফিরতে শুরু করেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া অাদায় করছেন কিছু অসাধু বাস মালিক ও চালকরা।
অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এবং যাত্রী হয়রানি বন্ধে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসআরএস