শুক্রবার (১৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার একথা বলেন।
তিনি বলেন, ৭টা ২২ মিনিটে আগুন লাগে।
‘এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ক্ষতি যতটা সম্ভব কমিয়ে রাখতে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের জন্য উৎসুক জনতার ভিড় সবচেয়ে বড় বাধা। ’
তিনি আরও বলেন, পানি সংকট রয়েছে। গাড়ি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারেনি। ওয়াসা-সিটি করপোরেশনের গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছি।
বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
পিএম/এএ