শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।
অগ্নিকাণ্ডের পরপরই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এসময় স্বেচ্ছাসেবকেরা ম্যাগাফোনের মাধ্যমে সবাইকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করে। এছাড়াও উদ্ধারকাজে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় এজন্য উৎসুক জনতা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের খুঁজে পেতে নাম নিবন্ধন করেন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক এসএম আহম্মেদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আটকেপড়াদের উদ্ধার, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো, প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
আরকেআর/এএ