ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুজ্বরে চিকিৎসাধীন প্রায় ৮ হাজার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
ডেঙ্গুজ্বরে চিকিৎসাধীন প্রায় ৮ হাজার  হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

ঢাকা: দেশব্যাপী সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৭১৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ৪ হাজার ১৫ জন। বাকিরা অন্যা বিভাগে চিকিৎসাধীন। 

শুক্রবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সবশেষ তথ্য অনুযায়ী একথা জানা যায়।  

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সবশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী ভর্তি হয়েছেন।

যার ৪২ হাজার ২৪৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪০ জন রোগী এ যাবত মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৭১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

বৃহস্পতিবার বিগত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৯২৯ জন ভর্তি হয়েছিলেন। শুক্রবার গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৭১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই হিসাবে বৃহস্পতিবার থেকে শুক্রবার নতুন রোগী ভর্তির সংখ্যা কমেছে ২১০ জন।  

ঢাকা শহরের সরকারি হাসপাতাল, স্বায়ত্তশাসিত হাসপাতাল ও ৩০টি বেসরকারি হাসপাতালের তথ্য এবং জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্য একত্র করে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম ডেঙ্গু আক্রান্ত রোগের সবশেষ তথ্য দেয়।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।