শুক্রবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সবশেষ তথ্য অনুযায়ী একথা জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সবশেষ তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে শুক্রবার (১৬ আগস্ট) পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ৪৯ হাজার ৯৯৯ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার বিগত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৯২৯ জন ভর্তি হয়েছিলেন। শুক্রবার গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৭১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই হিসাবে বৃহস্পতিবার থেকে শুক্রবার নতুন রোগী ভর্তির সংখ্যা কমেছে ২১০ জন।
ঢাকা শহরের সরকারি হাসপাতাল, স্বায়ত্তশাসিত হাসপাতাল ও ৩০টি বেসরকারি হাসপাতালের তথ্য এবং জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্য একত্র করে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম ডেঙ্গু আক্রান্ত রোগের সবশেষ তথ্য দেয়।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
আরকেআর/এএ