শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে সদরের কান্দুলিয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি ওই গ্রামের জুবায়ের আলমের স্ত্রী।
তাদের প্রতিবেশী আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, এক ঘরের জানালা দিয়ে অন্য ঘরে বিদ্যুতের সংযোগ নিয়েছিল তারা। অসাবধানতায় কোনো একসময় বৈদ্যুতিক তার ছিঁড়ে জানালাটি বিদ্যুতায়িত হয়। আর আঁখি অজান্তে তা ধরে জানালা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
আহত অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এএ