ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনা: ঘরের বদ্ধ জানালা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেত্রকোনা সদরে আঁখি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে সদরের কান্দুলিয়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি ওই গ্রামের জুবায়ের আলমের স্ত্রী।

তাদের প্রতিবেশী আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, এক ঘরের জানালা দিয়ে অন্য ঘরে বিদ্যুতের সংযোগ নিয়েছিল তারা। অসাবধানতায় কোনো একসময় বৈদ্যুতিক তার ছিঁড়ে জানালাটি বিদ্যুতায়িত হয়। আর আঁখি অজান্তে তা ধরে জানালা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহত অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।