ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীনের মা মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীনের মা মারা গেছেন মোসলেমা খাতুন ও হেলালুদ্দীন আহমদ, ছবি: বাংলানিউজ

ঢাকা: স্থানীয় সরকার বিভাগের সচিব এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন আহমদের মা মোসলেমা খাতুন (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 

শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এক শোক বার্তায় মন্ত্রী জানান, সাত সন্তানের জননী মোসলেমা খাতুনের অসামান্য অবদানের কারণে তার সন্তানরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও বরণীয়। একজন সফল মা হিসেবে তিনি আমাদের কাছে অনুসরণীয় হয়ে থাকবেন।  

সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শনিবার (২৪ আগস্ট) সকাল পৌনে ৯টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে (৭/এ) প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর কক্সবাজার রুমালিয়ারছড়া হাসেমীয়া মাদ্রাসা মাঠে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।