শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় মন্ত্রী জানান, সাত সন্তানের জননী মোসলেমা খাতুনের অসামান্য অবদানের কারণে তার সন্তানরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও বরণীয়। একজন সফল মা হিসেবে তিনি আমাদের কাছে অনুসরণীয় হয়ে থাকবেন।
সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শনিবার (২৪ আগস্ট) সকাল পৌনে ৯টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে (৭/এ) প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর কক্সবাজার রুমালিয়ারছড়া হাসেমীয়া মাদ্রাসা মাঠে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমআইএইচ/ওএইচ/