শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অপু বাবুরাইল এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে।
নিহত অপুর স্বজনরা বাংলানিউজকে জানান, অপু বাবুরাইল এলাকার কাশেম ডেকোরেটরের বৈদ্যুতিক মিস্ত্রি। শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে অপু তাতীপাড়া এলাকায় যায়। এ সময়ে সেখানে অজ্ঞাতপরিচয় এক লোক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কি কারণে কারা তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন কোনো ক্লু জানাতে পারেনি। তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
ওএইচ/