শনিবার (২৪ আগস্ট) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জুরুল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বলিবদ্র থেকে ইপিজেড কর্মস্থলে যাচ্ছিলেন মঞ্জুরুল। তখন পেছন থেকে রকি এন্টারপ্রাইজের একটি পরিবহনের তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এনটি