শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জালালাবাদ মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত দেলবার হোসেন উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে ও আহত মিলন হোসেন জালালাবাদ গ্রামের মান্দার মোল্লার ছেলে।
জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দেলবার ও মিলন জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই দেলবারের মৃত্যু হয়। এ সময় পাশের জমিতে থাকা মিলন গুরুতর আহত হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আহত মিলন কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এএটি