র্যাবের হাতে আটক তিন ছিনতাইকারী।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক তিনজন হলেন, স্বপন (২৫), ফজলে রাব্বি (১৯), ইয়াছিন (২১)।
শনিবার (২৪ আগস্ট) র্যাব-১০ এর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাত্রাবাড়ী এলাকায় শুক্রবার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯টায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি, ৫টি ব্লেড ও নগদ ৫শ টাকা জব্দ করা হয়। ছিনতাই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশ এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিল।
আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএমআই/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।