শনিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গাজীপুরের একটি ক্লিনিকে দুই দিন চিকিৎসাধীন ছিল।
এর আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন ডেঙ্গু রোগী মারা যান। গত ১৯ আগস্ট দুপুর আড়াইটার দিকে মারা যান সেলিম (৩০) নামের এক চালক। তার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়।
তার আগে ১১ আগস্ট সকালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের ইটনা ডিগ্রি কলেজের ছাত্র ফরহাদ (২০) মারা যান। এছাড়া ১৮ আগস্ট রাতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান রাসেল (৩৫) ও আনোয়ার (৪৬) নামে দুই রোগী।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএএএম/জেডএস