শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, সাতাশ গাজীপুরা এলাকায় লাইট হাউজ ফিনিসিং সেন্টার নামে একটি সুয়েটার কারখানার আটতলা ভবনের সাত তলায় আগুন লাগে।
আগুনে ওই কারখানায় থাকা কার্টন পুড়ে গেছে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার পুড়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান সিনিয়র স্টেশন অফিসার আতিকুর।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরএস/আরআইএস/