ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে সু‌য়েটার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
গাজীপু‌রে সু‌য়েটার কারখানায় আগুন

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের (জিসিসি) সাতাশ গাজীপুরা এলাকায় এক‌টি সু‌য়েটার কারখানায় অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। 

শ‌নিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দি‌কে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে।  

টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের সি‌নিয়র স্টেশন অ‌ফিসার মো. আ‌তিকুর রহমান বাংলানিউজকে জানান, সাতাশ গাজীপুরা এলাকায় লাইট হাউজ ফি‌নি‌সিং সেন্টার নামে এক‌টি সু‌য়েটার কারখানার আটতলা ভব‌নের সাত তলায় আগুন লা‌গে।

খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের তিনটি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ক‌রে আগুন নেভায়।  

আগু‌নে ওই কারখানায় থাকা কার্টন পু‌ড়ে গে‌ছে। এ‌তে প্রায় এক লাখ টাকার ক্ষ‌তি হ‌য়ে‌ছে। বিদ্যু‌তের তার পু‌ড়ে এ আগু‌নের সূত্রপাত হয়েছে বলেও জানান সি‌নিয়র স্টেশন অ‌ফিসার আ‌তিকুর।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।