ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির মামলায় চিরিরবন্দরে ২ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
চাঁদাবাজির মামলায় চিরিরবন্দরে ২ জন গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি ও জমি দখলের মামলায় আসাদুজ্জামান ওরফে আশিকুর রহমান (৩০) ও শাকিল ইসলাম নামে (২৬) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এরআগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল এলাকার ওসমান আলীর ছেলে আসাদুজ্জামান ওরফে আশিকুর রহমান ও থানাপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে শাকিল।  

চিরিরবন্দর থানা সূত্রে জানা যায়, আসাদুজ্জামান, শাকিলসহ বেশ কয়েকজন নিজেদের যুবলীগের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বালু মহাল দখল, জমি দখল ও বিভিন্নস্থানে চাঁদাবাজি করতেন। এরই পরিপ্রেক্ষিতে গত জুন মাসে উপজেলার আমতলী বাজারের মাস্টার ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন তারা। এ ঘটনায় ওই ক্যাবলের স্বত্বাধিকারী মনিরুজ্জামান বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন। মামলার পর ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ।  

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান সরকার বাংলানিউজকে জানান, চাঁদাবাজির মামলায় ওই আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা নিজেদের যুবলীগের নেতা বলে পরিচয় দিলেও আদৌ তারা নেতা কি না তা জানা নেই। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ বাংলানিউজকে বলেন, তারা যুবলীগের কেউ না। যুবলীগের দলীয় পরিচয় কেউ দিতেই পারে। তবে অপরাধী যেই হোক না কেন তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এটাই আমরা চায়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।