জানা যায়, ১৯৯৫ সালের এই দিনে কতিপয় বিপথগামী পুলিশ সদস্য কর্তৃক ধর্ষণ ও হত্যার শিকার হয় কিশোরী ইয়াসমিন। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ।
ইয়াসমিন ট্রাজেডি দিবসের কোনো কর্মসূচি না থাকায় জেলার গুণীজনরা ক্ষোভ প্রকাশ বলেন, ইয়াসমিন ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে আমরা দিনাজপুরবাসী একসঙ্গে আন্দোলন করেছিলাম। তখন পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সামু, কাদের, সিরাজসহ সাতজন নিহত হন। আহত হয় প্রায় ৩ শতাধিক মানুষ। আজ সেই দিবসে নারী সংগঠনগুলো কোথায়? তাদের কী কোনো কর্মসূচি নেই?
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এনটি