শনিবার (২৪ আগস্ট) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বাংলানিউজকে এ কথা জানান।
ঢামেক পরিচালক বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ছিল মোট ৯০ জন।
একেএম নাসির বলেন, শিশুসহ ২৪ ঘন্টায় হাসপাতালে মোট ৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে ভর্তি আছেন ৫৬৩ জন। এদের মধ্যে ৬৬ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন। এছাড়া দুইজন আছেন আইসিইউতে। তাদের মধ্যে কেউ শিশু নেই বলে জানান তিনি।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা নেই উল্লেখ করে পরিচালক বলেন, হাসপাতালের চিকিৎসকরা রাত-দিন রোগীদের সেবায় নিয়োজিত আছেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এইচজে