শনিবার (২৪ আগস্ট) সকালে জগন্নাথপুর বি-আখড়া নামকস্থানে নৈশকোচটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। হেলপার ইউসুফের বাড়ি চাঁদপুর জেলায়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁওগামী নৈশকোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের হেলপারসহ ১৬ জন আহত হয়।
খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কোচের হেলপার ইউসুফ মারা যান।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরএ