শনিবার (২৪ আগস্ট) দুপুরে দুর্গাপুর থানায় এ অভিযোগ করেন নিহতের বাবা আবু হানিফ। অভিযোগের ভিত্তিতে হত্যা মামলার প্রস্তুতিও নিচ্ছে পুলিশ।
অভিযুক্ত প্রতিবেশি তোবারক উপজেলার গুজিরকোণা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
এরআগে, ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে মৃত্যু হয় ছুরিকাঘাতে আহত ওই তরুণের।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমিন হোসাইন বাংলানিউজকে এসব তথ্য জানান।
অভিযোগের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার (২৩ আগস্ট) দিনগত আনুমানিক পৌনে ১২ টার দিকে শফিকুল ও তোবারকের মধ্য ঝগড়া হয়। এক পর্যায়ে তোবারক তার প্রতিবেশি শফিকুলকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাতেই শফিকুলকে মমেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে শফিকুল পরিবারের কাছে বলে যায়- তোবারক তাকে ছুরিকাঘাত করেছে।
এদিকে, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুর থানায় এনিয়ে একটি মামলারও প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে আটকে অভিযানে চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআরএস