শনিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মন্ত্রীপরিষদের সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসনসহ রাস্তা-ঘাট উন্নয়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রমুখ।
পরে মন্ত্রী হবিগঞ্জ শহরের পিটিআই এলাকায় নবনির্মিত কিচেন মার্কেটের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এনটি