শনিবার (২৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়নের পথে বড় বাধা। এর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক সচেতনতার পাশাপাশি পরিবার থেকে নৈতিকতা ও সততার শিক্ষা প্রদানে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
সবশেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে ওই কলেজে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এডি/এএটি