শনিবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বারখাদিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী রেশমা বেগম (৩০) ও তার ছেলে রনি (১২) এবং একই উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ভিক্ষুক আবুল সিকদার।
জানা যায়, উপজেলার তালমা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুরগামী যাত্রীবাহী একটি লোকাল বাস রাস্তায় বসে থাকা ওই ভিক্ষুকসহ একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
আরএ