শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সাচিলাপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নাসিম একই গ্রামের হালিম শেখের ছেলে।
শিশুটির মা নুরুন্নাহার বাংলানিউজকে জানান, সকালে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় নাসিম। পরে তাকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউএনও) চেয়ারম্যান মশিয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআরএস