শনিবার (২৪ আগস্ট) দুপুরে র্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আটক মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ (৩২) শিবচর থানাধীন খানাকান্দি এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, মুফতি ইব্রাহীম খলিলুল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে জেএমবির দাওয়াতি শাখার সদস্য। সে শিবচরের পাচচর এলাকায় স্থানীয় মসজিদে ইমাম ও পরে নারায়ণগঞ্জ এবং ঢাকায় সুতার ব্যবসা করতেন। ২০০৯ সালে ছাত্র থাকা অবস্থায় সে উগ্রপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়। এরপর সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে সংগঠনের কাজ করতো।
আটক মুফতি ইব্রাহীম খলিলুল্লাহর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন। একইসঙ্গে তার অন্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএস/এইচএডি