শনিবার (২৪ আগস্ট) ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় হাজিরহাট ইউনিয়নের (ইউপি) সদস্য নিজাম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি জানান।
জানা যায়, পুলিশের একটি টহল দল আগুন দেখে কমলনগর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে জসিমের ফার্মেসি, পল্লী চিকিৎসক গৌতমের হোমিও ওষুধের দোকান, লিটনের সার-কীটনাশকের দোকান, অলি মিস্ত্রির ফার্নিচারের দোকান ও বাবুলের সেলুন পুড়ে ছাই হয়ে যায়।
কমলনগর ফায়ার সার্ভিসের সদস্য মো. নূর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারে আগুন ধরেছিল। খবর পাওয়ার দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসআর/এইচএডি