ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ইঞ্জিন বিকল, ১১ জেলেসহ ট্রলার তিনদিন ধরে ভাসছে সাগরে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
ইঞ্জিন বিকল, ১১ জেলেসহ ট্রলার তিনদিন ধরে ভাসছে সাগরে

পাথরঘাটা (বরগুনা): মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে গত তিনদিন ধরে ১১ জেলেসহ সাগরে ভাসছে এফবি মিতু নামে একটি ট্রলার। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ট্রলার মালিক আবদুল জব্বার বাংলানিউজের কাছে এ  তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৯ আগস্ট) পাথরঘাটার বিএফডিসি ঘাট থেকে বাজার-সদাই নিয়ে মো. আলতাফ মাঝিসহ ১১ জেলে গভীর সমুদ্রে যায়। পরে সোমবার (২৫ আগস্ট) সকালের দিকে সমুদ্রের বয়া এলাকায় ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়।

 

ইঞ্জিন বিকল হওয়া এফবি মিতু ট্রলারের মাঝি আ. জব্বার বাংলানিউজকে জানান, সাধারণত সাগরে মাছ ধরতে যাওয়ার পর  ৬ থেকে ৭ দিনের মাথায় কিনারে আসে ট্রলার। কিন্তু সোমবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে ফিরে এফবি ফিরোজ ট্রলারের মাঝি ও মালিক মো. ফিরোজ আসার পথে বয়ার নিকটবর্তী এলাকায় আমার এফবি মিতু ট্রলারের নাম দেখেছে এবং ওই ট্রলারের জেলেদের কাছে জিজ্ঞাসা করলে তাদের ইঞ্জিন বিকল হয়েছে বলেও জানান। এরপর আমি বারবার আমার ট্রলারের জেলেদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও নেটওয়ার্কের বাইরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বিষযটি জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির কাছে লিখিতভাবে জানিয়েছি।  

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আমাদের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। আমরা সমিতির পক্ষ থেকে অনুসন্ধান করবো।  

এদিকে এর আগে শনিবার (২৪ আগস্ট) ভোরের দিকে গভীর সমুদ্রের চালনা বয়া এলাকায় এফবি খাজা আজমীর ট্রলারে ডাকাতির ঘটনায় ১০ জেলেকে পিটিয়ে আহত করে এবং আ. মন্নান ও রিয়াজ নামে দুই জেলেকে পিটিয়ে সাগরে নিক্ষেপ করে দস্যূরা। চারদিন পার হলেও মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।