ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

তিনটি দেশ মিয়ানমারের পকেটে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
তিনটি দেশ মিয়ানমারের পকেটে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেছেন, তিনটি দেশ মিয়ানমারের পকেটে। এই তিন দেশকে বাংলাদেশের বোঝাতে হবে যে, রোহিঙ্গা সংকট সমাধান না হলে, তাদেরও ক্ষতি হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

‘রোহিঙ্গা শরণার্থী সংকট: টেকসই সমাধানের লক্ষ্যে’- শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, অ্যাকশন এইড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড স্টাডিজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।  

অনুষ্ঠানে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, তিনটি দেশ মিয়ানমারের পকেটে। এই তিনটি দেশ হলো- চীন, জাপান ও ভারত। এই তিন দেশেরই সেখানে বিনিয়োগ রয়েছে। তবে এই তিন দেশকে বাংলাদেশের বোঝাতে হবে যে, রোহিঙ্গা সংকট সমাধান না হলে, তাদেরও ক্ষতি হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে পাঁচটি বিষয়ের ওপর জোর দিতে হবে। বিষয়গুলো হলো- রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও ভূ-রাজনৈতিক। আমাদের দৃষ্টি মিয়ানমারের ওপরেই রাখতে হবে। সেখান থেকে দৃষ্টি সরানো যাবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া প্যাসিফিক) মাহবুব উজ জামান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম, ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফন্টেইন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড স্টাডিজের নির্বাহী পরিচালক মানজুর হাসান, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।