মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে পৌর শহরের মিনি পার্ক সংলগ্ন সুগন্ধায় এসব পোনা অবমুক্ত করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
পোনা অবমুক্তকরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মাছ চাষে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।
জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. এমএম মাহমুদ হাসান, জেলা মৎস্য কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েনসহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএস/এইচজে