মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়া পয়েন্টের কচাঁ নদীর পিরোজপুর অংশে রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজ হোসেন (নেছারাবাদ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হোসেন জেলা পুলিশের কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেনসহ পিরোজপুরের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএইচ