ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
পিরোজপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুর: পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের নানামুখি পদক্ষেপের ফলে বাংলাদেশ আজ বিশ্বের চতুর্থ মাছ উৎপাদনকারী দেশে উন্নীত হয়েছে। আমরা অচিরেই মাছ রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে পারবো এবং মাছে-ভাতে বাঙালির হারানো ঐতিহ্য ফিরে পাবো। 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বেকুটিয়া পয়েন্টের কচাঁ নদীর পিরোজপুর অংশে রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজ হোসেন (নেছারাবাদ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হোসেন জেলা পুলিশের কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেনসহ পিরোজপুরের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।