এ ব্যাপারে সোমবার (২৬ আগস্ট) ‘শহীদ মিনার ভেঙে বাবার ম্যুরাল বানালেন এমপি ফিরোজ’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, ৩৫ বছর আগের এই শহীদ মিনারটি অবকাঠামোগতভাবে অনেক দুর্বল হয়ে পড়েছিল। ২০১৮ সালে কলেজ পরিচালনা পর্ষদের এক সিদ্ধান্তের আলোকে নতুনভাবে শহীদ মিনার নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কলেজ এবং নিকটস্থ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিবছর ভাষার মাসে শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জায়গা সংকুলান হয় না। তাই কলেজের দক্ষিণ পাশে নতুন করে একটি শহীদ মিনার নির্মাণের জন্য আমরা অর্থ জোগার করে কাজ শুরু করেছি। প্রয়াত আহম্মেদ তফিজ উদ্দিন অত্র এলাকার সম্মানিত মানুষ এবং কলেজের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবিরের বাবা। এলাবাসীর অনুরোধে এবং সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা প্রশাসক এবং কলেজ প্রশাসন যৌথভাবে ২০১৮ সালের সিদ্ধান্তক্রমে আহম্মেদ তফিজ উদ্দিনের স্মৃতি রক্ষার্থে এই ম্যুরাল স্থাপন করা হচ্ছে। এই কাজের সঙ্গে বর্তমান সংসদ সদস্য আহম্মেদ ফিরোজ কবিরের কোনো সংশ্লিষ্ঠতা নাই। এটি নিছক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
তবে শহীদ মিনারের কাজ একটু দেরিতে শুরু করায় আমরা দুঃখ প্রকাশ করছি। সংবাদ প্রকাশের পরে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। ইতোমধ্যে শহীদ মিনারের কাজ শুরু করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগেই নতুন শহীদ মিনারের কাজ শেষ হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, জেলা আইনজীবী বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব হাসান, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম, সুজানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকরুল কবির বাবু, সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন টিভি এবং পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
** শহীদ মিনার ভেঙে বাবার ম্যুরাল বানালেন এমপি ফিরোজ
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
আরএ