মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন ওই উপজেলার হলিধানী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রমিজউদ্দিন বিকেলে হলিধানী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের উদ্দেশে একটি প্রাইভেট কার যাচ্ছিল। পথে হলিধানী এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় রমিজউদ্দিন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার মিথিলা ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে আসার আগেই রমিজ উদ্দিন মারা যান।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসএইচ