মঙ্গলবার ( ২৭ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সঙ্কটঃ টেকসই সমাধানের লক্ষ্যে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, অ্যাকশন এইড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড স্টাডিজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, রোহিঙ্গা সঙ্কটের ভার শুধুমাত্র বাংলাদেশ বহন করবে না, এই ভার পুরো বিশ্বকেই নিতে হবে। জাতিসংঘ এ সঙ্কট সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।
ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়েট প্রিফনটেইন বলেন, রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে কানাডা সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া প্যাসিফিক) মাহবুব উজ জামান, এনজিও বিষয়ক ব্যুরোর মহা-পরিচালক কে এম আব্দুস সালাম, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড স্টাডিজের নির্বাহী পরিচালক মানজুর হাসান, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
** তিনটি দেশ মিয়ানমারের পকেটে
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
টিআর/ওএইচ/