ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় কবি নজরুলের প্রয়াণ দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
নওগাঁয় কবি নজরুলের প্রয়াণ দিবস পালিত

নওগাঁ: আলোচনা সভা, কবিতা আবৃত্তি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শহরের প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ’র উদ্যোগে এসব আয়োজন করা হয়।  

সংগঠনের সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, তৌহিদ আহমেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোজাফফর হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক এমএম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ প্রমুখ।

আলোচনা সভার পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।