মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বাংলাবন্ধা স্থলবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জমিরুল বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অন্য শ্রমিকদের সঙ্গে বন্দরে পাথর উঠানামা পয়েন্টের একটি পাথর ভাঙ্গা সাইডে ট্রাকে পাথর লোডের কাজ করছিলেন তিনি। এসময় একটি ভারতীয় ট্রাক হঠাৎ পেছাতে শুরু করলে ট্রাকের ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হন জমিরুল। এরপর স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম দুর্ঘটনায় ওই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএ/