মঙ্গলবার (২৭ আগস্ট) দিনগত রাত ১টার দিকে আটকে পড়া ঢাকা থেকে আন্তঃনগর এগারসিন্দুর (গোধূলি) ট্রেন চলাচলের মাধ্যমে এ রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বাংলানিউজকে জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন আসার কথা থাকলেও আর আসেনি।
এর আগে, সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জের গচিহাটা ও মানিকখালীর মধ্যবর্তী ২৭০ কিলোমিটার এলাকায় ভৈরব থেকে ময়মনসিংহগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ভৈরব ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই রুটে চলাচলকারী ঢাকা থেকে আন্তঃনগর এগারসিন্দুর (গোধূলি) ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। যার কারণে যাত্রীরা কিশোরগঞ্জের গন্তব্যে পৌঁছাতে পারেনি।
ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এ রুটের যাত্রীরা।
বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএ/