ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ৮০ বছরের বৃদ্ধকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
উজিরপুরে ৮০ বছরের বৃদ্ধকে কুপিয়ে জখম

ব‌রিশাল: বরিশালের উজিরপুরে মোক্তার হোসেন নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ওই বৃদ্ধ নিজ বাড়ি সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।

আহত মোক্তার হোসেন উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার পথে শরীফ বাড়ির পুকুর পাড়ে পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।  

পরে বৃদ্ধের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বৃদ্ধের পরিবার।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বাংলানিউজকে জানান, কারো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ০৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।