ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে হাসপাতাল ফটকে মিললো জীবন্ত নবজাতক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
সিলেটে হাসপাতাল ফটকে মিললো জীবন্ত নবজাতক

সিলেট: ফুটফুটে নবজাতক। যেনো আকাশের চাঁদ মাটিতে লুটিয়ে পড়েছে। দিনে-দুপুরে এক টুকরো আলোর ঝলকানি। এমন এক দৃশ্যের অবতারণা ঘটে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) হাসপাতালের দ্বিতীয় ফটকের অভ্যন্তরে গেইটের পেছনে কান্না করছিল জীবন্ত এই নবজাতক। কান্না শুনে এগিয়ে যান কর্মরত আনসার সদস্য রূপক ও তোফায়েল।

কাছে গিয়ে কাপড়ে মোড়ানো নবজাতকটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন তারা।

বিষয়টি জানাজানি হলে হুলস্থুল পড়ে হাসপাতাল অভ্যন্তরে। নবজাতকটিকে দেখতে ভিড় করেন লোকজন।  

আনসার সদস্যরা হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনজুর আহমদের কাছে নবজাতকে হস্তান্তর করেন। সেখান থেকে পাঠানো হয় কোতোয়ালি মডেল থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে। সেখানে কর্মরত পুলিশ কনস্টেবল সাকেরা আরফিন রিয়া যেনো মায়ের আদরে কোলে তুলে নিয়ে নবজাতকের পরিচর্যা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, বর্তমানে ওই নবজাতকটি পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত নবজাতকের অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।