মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাবেয়া আসফার সাইমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় এস অ্যান্ড বি ফিলিং স্টেশনের ম্যানেজার রিপনের সামনেই পাম্প থেকে অকটেন, পেট্রোল ও ডিজেল নামিয়ে মাপার যন্ত্রতে রাখতেই পরিমাণে কারচুপির সত্যতা মিলে যায়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বরিশাল বিভাগীয় অফিস পরিদর্শক (মেট্রোলজি) মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বরিশালসহ আমার অফিসের আওতায় যত পাম্প রয়েছে, সব পাম্প গুরুত্ব সহকারে পরির্দশন করা হবে।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রাবেয়া আসফার সাইমা বাংলানিউজকে জানান, স্থিরকৃত পরিমাণ থেকে কম প্রদান ও বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত স্টোরেজ ট্যাংক ব্যবহার করার অপরাধে এস অ্যান্ড বি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএ/